আকরাম খানের পদত্যাগ নিয়ে গুঞ্জন

Looks like you've blocked notifications!
বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। ছবি : সংগৃহীত  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পাশাপাশি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আকরাম খান। অনেক দিন ধরেই এই দায়িত্ব পালন করছেন তিনি। এখন গুঞ্জন শোনা যাচ্ছে, এই দায়িত্বে আর নাকি থাকতে চাচ্ছেন না সাবেক এই ক্রিকেটার।

আজ সোমবার বিকেলে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান।’

এ ব্যাপারে সাবিনা আকরাম সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই এখন ক্রিকেটের পাশাপাশি পরিবারকে আরও সময় দিক আকরাম। ক্রিকেট অপারেশনসের গুরুত্বপূর্ণ পদে থাকলে তা সম্ভব হয় না। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি, আকরাম ক্রিকেট অপারেশনস কমিটিতে থাকবে না। অবশ্য সে নিজেই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাবে।’

অবশ্য আরেক পরিচালক জালাল ইউনুস এনটিভি অনলাইনকে বলেন, ‘বিসিবি এখনো এ ব্যাপারে কিছুই জানে না।’

আকরাম খান বেশ কিছুদিন ধরে বিসিবির বিভিন্ন গুরত্বপূর্ণ পদে আছেন। তিনি জাতীয় দলের নির্বাচক, প্রধান নির্বাচকের দায়িত্ব পালনের পর ২০১৪ সালে বিসিবির পরিচালক হন। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক এই অধিনায়ক।