আজ কাতারে বাংলাদেশের কঠিন পরীক্ষা
সব প্রস্তুতি শেষ; এবার মূল লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে আজ শুক্রবার কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
এর আগে প্রথম লেগে ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ান কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে এবার ভিন্ন মঞ্চে হার এড়াতে প্রস্তুত বাংলাদেশ। তবে এই লড়াইটা যে সহজ হবে না, সেটা নিয়ে সচেতন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবুও অচেনা মাঠে সবটুকু লড়াই করতে মরিয়া অধিনায়ক।
জামাল বলেছেন, ‘দলের অবস্থা অনেক ভালো এখন। পাঁচ সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। চারটি ম্যাচ খেলেছি আমরা। তাই ফিটনেস লেভেল এখন খুবই ভালো। সবাই মোটামুটি ফিট আছে।’
অবশ্য কাতারে প্রস্তুতি ম্যাচের হেরেছিল বাংলাদেশ। মূলত নিজেদের রক্ষণের ভুলের গোল খেতে হয় জামালদের। অধিনায়ক চাইছেন মূল লড়াইয়ে সেই ভুল শুধরে নিতে, ‘শুধু ডিফেন্ডার কিংবা মিডফিল্ডার না, খেলায় সবাই ভুল করতে পারে। স্ট্রাইকাররাও ভুল করতে পারে। আমাদের এ ম্যাচে ভুলের পরিমাণ কমাতে হবে। না হলে আবার একই সমস্যা হবে মাঠে। এ ভুলগুলো কীভাবে শোধরানো যায়, তা নিয়ে আমরা অনুশীলনে কাজ করেছি, পরস্পরের সঙ্গে কথা বলেছি। মাঠে সবাই একসঙ্গে কাজ করবে। সবাই একসঙ্গে ডিফেন্ড করবে, সবাই অ্যাটাক করবে। আমি মনে করি, আমরা একটা টিম। আমরা শুধু ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার নই। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আশা করি মাঠে ভালো একটা বাংলাদেশ দল দেখা যাবে।’
ফুটবলের মঞ্চে দুই দলের ব্যবধান অনেক। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের থেকে ১২৫ ধাপ এগিয়ে কাতার। সবমিলিয়ে বলা চলে, বাংলাদেশের চেয়ে অনেক ফেভারিট এশিয়ান চ্যাম্পিয়ানরা। এই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চান বাংলাদেশ অধিনায়ক।
জামাল বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে অন্তত এক পয়েন্ট পাওয়া। যদিও কাতার অনেক শক্তিশালী দল। ওরা এশিয়া চ্যাম্পিয়ান। এক পয়েন্ট পেলে সেটা আমাদের জন্য দারুণ হবে। সেটা করতে হলে আমাদের ভালো করতে হবে। আশা করছি এক পয়েন্ট পাব, ইনশাআল্লাহ।’