আজ নেপালকে হারালেই সাফের ফাইনালে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম ও সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর কেটে গেছে দেড় যুগ। মাঝের সাত আসরে সাফল্যের পাল্লায় তেমন কিছু নেই। তাই এবারের মৌসুম নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। জামাল-তপুদের মৌসুমের শুরুটাও হয়েছে স্বপ্নের মতো।

বাংলাদেশ দলের ডাগআউটে অভিষেক হয়েছে অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুসনের। নতুন কোচের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দারুণ মিশন শুরু করে বাংলাদেশ ফুটবল দল।

এরপর রুখে দেয় শক্তিশালী ভারতকে। ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। তবে টানা দুই ম্যাচে অপরাজেয় থাকার আত্মবিশ্বাস নিয়েও মালদ্বীপকে থামাতে পারেনি অস্কার ব্রুসনের দল। স্বাগতিকদের কাছে চলতি আসরে প্রথম হারের তেতো স্বাদ পায় অস্কার ব্রুসনের শিষ্যরা। তবে তাতেও শেষ হয়ে যায়নি ফাইনালের আশা। নিজেদের পরের ম্যাচে নেপালকে হারাতে পারলেই সাফের ফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ ফুটবল দল। ফাইনালে উঠতে হলে জিততেই হবে বাংলাদেশকে, ড্র করলেও হবে না। আজ বুধবার বিকেল ৫টায় নেপালের বিপক্ষে সেই লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের মতো একই সমীকরণ ভারতের সামনেও। মালদ্বীপের বিপক্ষে জিতলে তারাও চলে যাবে সাফের ফাইনালে। বাংলাদেশ জিতলে ৭ পয়েন্ট নিয়ে উঠে যাবে ফাইনালে। ভারত জিতলে ৮ পয়েন্ট নিয়ে তারাও চলে যাবে শিরোপামঞ্চে। একই দিনে আজ ভারত-মালদ্বীপ লড়বে। ওই ম্যাচটি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।