আফগানিস্তানে শান্তির আহ্বান রশিদ খানের

Looks like you've blocked notifications!
আফগান ক্রিকেটার রশিদ খান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে তালেবান বাহিনী। এবার রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তারা। যখন ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ প্রক্রিয়া চলছে তখনই প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ছাড়ার খবর এসেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ ঘানি এরই মধ্যে তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ত্যাগ করেছেন।

এমন অবস্থায় দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান টুইট করে শান্তির আহ্বান জানান। তিনি টুইট করে লিখেছেন, ‘শান্তি’। আফগানিস্তানের পতাকার সঙ্গে প্রার্থনার ইমোজিও ব্যবহার করেছেন তিনি।

এদিকে রাজধানী কাবুলে প্রবেশের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে তালেবান। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করতে চাইছে দেশটির সরকার।