আবার পাকিস্তানে ক্রিকেট মাঠে সন্ত্রাসী হামলা

Looks like you've blocked notifications!
পাকিস্তানে ক্রিকেট মাঠে সন্ত্রাসী হামলা হয়েছে আবারও। ফাইল ছবি

আবার পাকিস্তানে ক্রিকেট মাঠে গোলাগুলি হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে চলে যায়। ম্যাচ পণ্ড হয়ে গেলেও হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের দৈনিক দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ক্রিকেট মাঠে গোলাগুলি হওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে ‘দ্য নিউজ’ লিখেছে, ছানায় গ্রাউন্ড নামের মাঠে চলতে থাকা ফাইনালে অনেক দর্শক ছিলেন। এর মধ্যে স্থানীয় রাজনৈতিক দলের কর্মীরাও ছিলেন। ছিলেন সংবাদমাধ‍্যমের প্রতিনিধিরা। কিন্তু ম্যাচ শুরুতেই আতঙ্কের শুরু। মাঠের কাছেই থাকা পাহাড় থেকে সন্ত্রাসীরা মাঠের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

গুলিবর্ষণ শুরু হতেই সবাই জীবন বাঁচাতে দৌড়াতে থাকেন। কারো গায়ে গুলি লাগার খবর এখনো পাওয়া যায়নি।

ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনার কিছু খবর তাঁদের কাছে এসেছিল। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০০৯ সালে জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। তাই প্রায় ১০ বছর সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সে সময়ে সংযুক্ত আরব আমিরাতে  নিজেদের সিরিজগুলো আয়োজন হতো। অবশ্য গত দুই বছরে যদিও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কয়েকটি দেশ পাকিস্তান সফর করেছে।