আমিরের সমালোচনায় ইনজামাম
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। এভাবে আমিরের অবসর নেওয়া মোটেও ভালো লাগেনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের। এতে পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। সীমিত ওভারের ক্রিকেট থেকেও বাদ পড়েন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন এই তারকা পেসার।
বৃহস্পতিবার স্থানীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে ইনজামাম বলেন, ‘আমির যেভাবে অবসর নিয়েছে, তা ঠিক উপায় ছিল না। এটি আমাদের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলেছে। তার আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল।’
অবসর প্রসঙ্গে গত ১৭ ডিসেম্বর আমির বলেছিলেন, ‘দলের ভেতরের পরিবেশ একদমই ভালো নেই। নিউজিল্যান্ড সফরের ৩৫ জন সদস্যের মধ্যেও যখন আমাকে রাখা হয়নি, তখনই বুঝতে পেরেছি, এই ম্যানেজমন্টের অধীনে আমার খেলা সম্ভব নয়। আমার মনে হয়, এখন ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে ভালো সময়। আমাকে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছে।’
আমিরের এই বক্তব্য সম্পর্কে ইনজামাম বলেন, ‘টিম ম্যানেজমেন্টের কারো ওপর যদি অসন্তুষ্ট হন, তবে প্রধান কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত ছিল তার। প্রয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে পারত। কিন্তু সে তা করেনি।’
২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল আমিরের। একই বছর লর্ডস টেস্টে ফিক্সিং করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করেন আমির। কিন্তু দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯, ৬১টি ওয়ানডেতে ৮১ ও ৫০টি টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছিলেন আমির।