আম্পায়ার নাদির শাহ আর নেই

Looks like you've blocked notifications!
আম্পায়ার নাদির শাহ আর নেই। ফাইল ছবি : সংগৃহীত

চলে গেলেন আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ। ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের এই আম্পায়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

নাদির শাহ আজ শুক্রবার ভোর রাত ৩টা ৪৮ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অনেকদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন নাদির শাহ। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকে আর মাঠে ফেরার সুযোগ হয়নি তাঁর।

নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহ’র ছোট ভাই। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন তিনি।

আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার নাদির শাহ ছয়টি টেস্ট, ৬৩টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন।

নাদির শাহের মৃতু্তে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোক প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।