আরচারদের স্বপ্নপূরণের উচ্ছ্বাস

Looks like you've blocked notifications!

নেপালে চলমান এসএ গেমস আরচারিতে ১০টি ডিসিপ্লিনের সবকটিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের সেরা আরচার রোমান সানা। এটি দেশের এবং নিজের ক্যারিয়ারের সেরা সাফল্য বলেও মনে করেন তিনি।

আজ পুরুষদের রিকার্ভ এককে স্বর্ণপদক জয়ের পর সংবাদ সম্মেলনে রোমান সানা বলেন, ‘১০টি ডিসিপ্লিনের সবকটিতেই স্বর্ণপদক জিতে নতুন একটি ইতিহাস গড়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, আমার ১০ বছরের ক্যারিয়ারে এটিই সেরা বছর। এখন আমার আসল স্বপ্ন অলিম্পিক থেকে স্বর্ণ পদক জয় করা।’ তিনি আরো বলেন, ‘এখন থেকে আমার সব পরিকল্পনা থাকবে অলিম্পিক গেমসকে ঘিরে। অবশ্য অলিম্পিকে সাফল্য পেতে হলে আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে।’

এমন সফলতায় আরচারি ফেডারেশন, কোচ, সতীর্থ এবং আনসার ও ভিডিপিকে ধন্যবাদ জানিয়ে রোমান সানা বলেন, ‘তাদের সহযোগিতা ছাড়া অলিম্পিকে ভালো কিছু করা সম্ভব নয়।’

তবে এমন সাফল্য পাবেন বলে আশা করেননি রোমান সানা, ‘১০টি স্বর্ণপদকের সবকটি জিতব এমনটা আশা করিনি। তবে এই অর্জন প্রত্যাশার চেয়েও বেশি।’

পুরুষ কম্পাউন্ডের এককে স্বর্ণ জয়ী সোহেল রানা বলেন, ‘আরচারি হচ্ছে আমার ধ্যান ও জ্ঞান। দেশকে এই সাফল্য এনে দিতে পেরেছি বলে ভালোই লাগছে।’

নারীদেদের একক কম্পাউন্ড থেকে দিনের প্রথম স্বর্ণপদক জয় করা সোমা বলেন, ‘আমি ফাইনালে খেলতে পারব, স্বর্ণ জিতব সেটা কল্পনাই করিনি। এখনো আমি বিশ্বাস করতে পারছি না।’

নারীদের রিকার্ভ একক থেকে দ্বিতীয় স্বর্ণপদক জয় করা ইতি খাতুন বলেন, ‘এই গেমসে আমার লক্ষ্যই ছিল স্বর্ণপদক জয় করা। শেষ পর্যন্ত আমি স্বপ্নপূরণ করতে পেরেছি।’