আরব আমিরাতে হচ্ছে আইপিএলের বাকি অংশ

Looks like you've blocked notifications!
আরব আমিরাতে হচ্ছে আইপিএলের বাকি অংশ। ছবি : সংগৃহীত

করোনার প্রকোপে মাঝপথে স্থগিত হয়ে গেছে আইপিএলের ১৪তম আসর। নতুন করে কবে শুরু হবে বা কোথায় হবে—এ নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। আইপিএলের বাকি অংশ আয়োজনের দৌড়ে ছিল আরব আমিরাত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতেই হতে যাচ্ছে আইপিএলের এবারের আসর।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে  ভারতীয় সংবাদ সংস্থাকেও এ খবর জানিয়েছেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরেই হবে আইপিএলের বাকি অংশ। তবে আইপিএল নিয়ে আলোচনা হলেও আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো আলাপ হয়নি। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সঠিক সময়েই এই প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

একের পর এক দলে করোনা ধরা পড়ায় গত ৪ মে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। এবারের আসরের এখনো ৩১টি ম্যাচ বাকি আছে। ম্যাচগুলো আর ভারতের করার যে সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন সভাপতি সৌরভ গাঙ্গুলী।

কিন্তু বাকি ৩১টি ম্যাচ ইংল্যান্ড নাকি আরব আমিরাতে হবে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে আজ সব জল্পনার অবসান হলো।