আরব কন্যার ত্যাগ স্বীকারের গল্প

Looks like you've blocked notifications!

নয় মিনিটের একটি ভিডিও বার্তায় টেনিস জগতে সাড়া ফেলে দিয়েছেন ইনাস ইবো নামের একজন আরব টেনিস তারকা। ভিডিওতে নারী ক্রীড়াবিদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, তা তুলে ধরেছেন তিনি। ইবোর ভিডিওটি সাড়া ফেলে টেনিস দুনিয়ায়। নজর এড়ায়নি অনেক বড় তারকারও। ভিডিওর ক্যাপশনে ইবোকে প্রশংসায় ভাসিয়েছেন ভেনাস উইলিয়ামসসহ আরো অনেকেই। ভেনাস উইলিয়ামস তাঁর ভিডিওতে কমেন্ট লিখেছেন, ইবু তোমরাই আমাদের নায়ক।

নয় মিনিটের ভিডিওতে নিজের পেশাগত জীবনের অনেক সমস্যার কথা তুলে ধরেছেন ২১ বছর বয়সী এই তরুণী। টেনিসে নাম লেখিয়ে ঘরে নানা সমস্যার মুখোমুখি হওয়া, স্পন্সর না পাওয়া, টুর্নামেন্টের জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা জটিলতাসহ একজন খেলোয়াড়ের সমস্যা গুলোর ব্যাখ্যা দিয়েছেন ইবো। তিনি কল্পনা করেছেন অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিমের জীবন। যদি একজন ভালো কোচ ও সাপোর্ট দেওয়ার মতো পরিবার পেলে তাঁর জীবন কেমন হতো। একজন একাকী নারী টেনিসে ক্যারিয়ার গড়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন সেই গল্পও শুনিয়েছেন ইবো। 

ইবো বলেন, ‘আপনারা ডমিনিকের মতো তারকাদেরই চেনেন। কিন্তু আপনারা কি জানেন, আলজেরিয়ায় আইটিএফ জুনিয়ররা খেলোয়াড়রা খুব কষ্টকর জীবন ধারণ করছে। এখানে কোনো ভালো আন্তর্জাতিক কোচ নেই, নেই একজন স্থানী কোচও। এমনকি এখানে অনুশীলনের জন্য ভালো কোনো পিচও নেই। যদি এক সপ্তাহ বৃষ্টি হয় আমাদের অপেক্ষায় থাকতে হয় পিচ শুকানোর জন্য। পিচ শুকানোর পর অনুশীলন করতে হয়।'

ভিডিওটি প্রকাশের পর অনেক টেনিস তারকাদের কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন ইবো। এতটা সাড়া পাবেন সেটা নিজেও কল্পনা করেননি ইবো। গত রোববার রাতে মুঠোফোনে সাক্ষাৎকারে ইবো দ্য ন্যাশনালকে বলেন, 'প্রথমবারের মতো আমি অনুভব করেছি যে মানুষ আমাদের যত্ন করছে, খবর নিচ্ছে, প্রশংসা করছে। আমি আমার মতো কিছু খেলোয়াড়ের কাছ থেকে সাড়া পাব এই প্রত্যাশা করছিলাম। তবে এত বড় তারকাদের সাড়া পাব বুঝতে পারিনি।'আমি আশাকরি সব খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি বদলাবে। সবাই চিন্তা-ভাবনা করবে ও আমাদের মতো খেলোয়াড়দের সাহায্য করার জন্য এগিয়ে আসবে।'