আরসিবির জার্সি পরে কোহলিদের যা মনে করালেন বোল্ট

Looks like you've blocked notifications!
আরসিবির জার্সিতে বোল্টকে দেখে কোহলিদের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

আগামীকাল শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাইয়ের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মূল লড়াইয়ে মাঠে নামার আগে বিশ্বের দ্রুততম মানবকে পাশে পেল বেঙ্গালুরু শিবির।

বেঙ্গালুরুর জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট। আরসিবির জার্সি পরে বোল্ট লিখেছেন, ‘চ্যালেঞ্জার্স, তোমাদের মনে করিয়ে দিতে চাই, আমিই এখনও বিশ্বের দ্রুততম মানুষ।’

সেই ছবি দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করলেন বিরাট কোহলি ও দলের অন্যতম তারকা এবি ডি ভিলিয়ার্স। বোল্টের প্রত্যুত্তরে কোহলি লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই এটা নিয়ে এবং এই কারণে আমরা তোমাকে দলে নিয়েছি।’

কোহলির পর উত্তর দিয়েছেন ভিলিয়ার্সও। তিনি লিখেছেন, ‘যখন আমাদের অতিরিক্ত কিছু রান দরকার পড়বে, তখন কাকে ডাকতে হবে সেটা আমরা জানি।’

কিছুদিন আগে একটি জার্মান পোশাক তৈরির সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরসিবি। সেই সংস্থার শুভেচ্ছাদূত হলেন বোল্ট। সেই সুবাদে আরসিবির জার্সিতে দেখা গেল বোল্টকে।