আর্জেন্টাইন তারকা এখন ঢাকায়

বসুন্ধরা কিংসের হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টাইন ফুটবলার হারনান বারকোস। আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১০ মাসের চুক্তিতে বারকোসকে এনেছে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব এবং এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংসের জার্সিতে দেখা যাবে বারকোসকে। ঢাকায় পা রেখে ৩৫ বছর বয়সী তারকা বলেন, ‘প্রথমবার এ অঞ্চলে ফুটবল খেলতে এলাম। ইন্টারনেট ঘেঁটে বাংলাদেশ সম্পর্কে অনেক খোঁজখবর নিয়েছি। বসুন্ধরা কিংস সম্পর্কে অনেক তথ্য নিশ্চিত হয়েই এখানে খেলার জন্য রাজি হয়েছি। আমাদের দলে তো শেষ বিশ্বকাপ খেলা কলিনদ্রেসও আছেন। আশা করি, খুব ভালো একটা দল হতে পারব আমরা।’
২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা দলে অভিষেক হয় বারকোসের। এ ছাড়া আর্জেন্টিনার জার্সি গায়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছেন তিনি। ম্যাচগুলো ছিল প্যারাগুয়ে, পেরু, চিলি ও উরুগুয়ের বিপক্ষে। ৩৫ বছর বয়সী বারকোসের আর্জেন্টিনার জার্সিতে গোল না থাকলেও ক্লাব ফুটবল ক্যারিয়ারে অনেক গোল করেছেন।
বাংলাদেশে বারকোস প্রথমবার এলেও কয়েক বছর আগে তাঁর সতীর্থ মেসিরা এসেছিলেন বাংলাদেশে। সেবার নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছিল আর্জেন্টিনা জাতীয় দল।
তবে এশিয়ায় আগেও এসেছেন বারকোস। এর আগে ২০০৯ সালে চায়নিজ সুপার লিগে সাংহাই সেনহুয়ায় খেলেছেন এই আর্জেন্টাইন। সেবার ১৪ ম্যাচে ১৪ গোল করে দারুণ ফুটবল খেলেছিলেন এই আর্জেন্টাইন তারকা।