আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া-ইকার্দি!
বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দলটি ঘোষণা করা হয়। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আলেক্সিস ম্যাক আলিস্তার ও নিকোলাস গঞ্জালেস।
তবে এই দলে জায়গা পাননি পিএসজির দুই তারকা মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংলিশ লিগের দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে খেলে কোচের নজর কেড়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার আলিস্তার। আর জার্মান ক্লাব স্টুটগার্টে খেলেন গঞ্জালেস।
আগামী ২৭ মার্চ ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ১ এপ্রিল বলিভিয়ার বিপক্ষে খেলবে মেসির দল।
তবে প্রথম ম্যাচে খেলতে পারছেন না দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। গত বছর কোপা আমেরিকার ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না বার্সেলোনা তারকা।
আর্জেন্টিনা দল :
হুয়ান মুসসো (গোলরক্ষক), নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, রেনজো সারাভিয়া, জার্মান পেজ্জেয়া, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বেলার্দি (ডিফেন্ডার), গুইদো রড্রিগেজ, রবার্তো পেরেইরা, এক্সকুয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, মার্কোস আকুনা, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেজ ও জিওভানি লো সেলসো (মিডফিল্ডার)।
আলেক্সিস ম্যাক আলিস্তার, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, লুকাস ওকাম্পোস, লুকাস আলারিও, নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ (ফরোয়ার্ড)।