ইংল্যান্ডের কোচ হতে রাজি নন পন্টিং!
সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেটের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রব কী। তিনি দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দিতে মাঠে নেমে পড়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে প্রস্তাব দেন। কিন্তু ইংল্যান্ডের নতুন কোচ হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন সাবেক অস্ট্রেলীয় তারকা।
ডেইলি মেইলের খবরে জানা গেছে, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বর্তমানে ভারতে আছেন। সেখানে তিনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কোচ।
শুধু তাই নয়, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব। মাহেলা এখন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচ।
এদিকে বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন ইংল্যান্ডের নতুন কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। ৫৩ বছর বয়সী গিবসন ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে তিনটি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর জন্মস্থান ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন।
অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারের নাম শোনা গিয়েছিল ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবে। সীমিত ওভারের কোচ হিসেবে নাম শোনা যাচ্ছে সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান নিক নাইটেরও। শেষ পর্যন্ত কারা দায়িত্ব পান ইংলিশদের কোচিং প্যানেলে সেটাই এখন দেখার।