ইংল্যান্ডে গিয়ে করোনায় আক্রান্ত রোহিত শর্মা

Looks like you've blocked notifications!
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত  

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা করোনায় আক্রান্ত হয়েছেন। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইংল্যান্ডে একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন এই তারকা ওপেনার।

ভারতীয় দল এখন ইংল্যান্ড সফরে। লেস্টারশায়ারের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে তারা। ভারতের হয়ে প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসের ব্যাট করেননি তিনি।

ক্রিকবাজের খবরে জানা গেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টেস্টে রোহিতের খেলার কথা। আরেক নিয়মিত ওপেনার কেএল রাহুলকে ছাড়া এই সফরে যায় ভারত। তিনি কুঁচকির চোটে পড়েছেন।

গত বছর চারটি টেস্ট খেলে রোহিত ছিলেন ভারতের সেরা ব্যাটসম্যানদের একজন। ওভালে সেঞ্চুরিসহ ৫২.২৭ গড়ে ৩৬৮ রান করেন তিনি। ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট সিরিজ জয়ের জন্য শেষ টেস্টে পরাজয় এড়াতে হবে ভারতকে।