ইউএস ওপেন থেকে বিদায় নিলেন নাদাল

Looks like you've blocked notifications!
স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত

চারবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। শুধু তাই নয়, ছেলেদের এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী তিনি। অথচ এই স্প্যানিশ কিংবদন্তির বিপক্ষে দারুণ সাফল্য পেয়েছেন এক মার্কিন খেলোয়াড়, তাক লাগিয়ে দিয়েন ফ্রান্সেস তিয়াফো।

অঘটন ঘটিয়ে দিয়েছেন ফ্রান্সেস তিয়াফো। নাদালকে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন তিনি।

২০২১ সালে ফরাসি ওপেনে নোভাক জকোভিচকে হারিয়েছিলেন ফ্রান্সেস তিয়াফো। এর পর গ্র্যান্ড স্লামের মঞ্চে রাফায়েল নাদালকে হারালেন তিনি। বলা যায় এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।

এই জয়ের সুবাদে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন তিয়াফো।

নারীদের সিঙ্গলসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ইগা স্বোয়াতেক। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিরুদ্ধে। পেত্রা কিতোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন পেগুলা।