ইউক্রেনের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের হোঁচট
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই তিক্ত স্বাদ পেল ফ্রান্স। ইউক্রেনের বিপক্ষে হোঁচট খেয়ে নিজেদের মিশন শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে জালের দেখা পেয়েছেন আন্তোইন গ্রিজম্যান। প্রতিপক্ষের হয়ে কেউ জালের দেখা পাননি, ফ্রান্সের আত্মঘাতী গোলেই ড্র নিয়ে মাঠে ছাড়ে ইউক্রেন।
ইউক্রেনের বিপক্ষে খুব একটা উজ্জ্বল দেখা যায়নি ফ্রান্সকে। পুরো ম্যাচের ৬৪ ভাগ সময় বল দখলে রাখলেও ফিনিশিংয়ে ছিল দুর্বলতা। ১৮টি শট নিয়ে অনটার্গেটে ফেলতে পেরেছে কেবল তিনটি। এর মধ্যে গ্রিজম্যানেরটি লক্ষ্যভেদ করে, কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ে জেরার্ডের শট নস্ট হয়।
ম্যাচের ১৯তম মিনিটে জালের দেখা পেয়ে যায় ফ্রান্স। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বার্সা ফরোয়ার্ড গ্রিজম্যান।
এরপর বিরতির পর আচমকা ধাক্কা খায় ফ্রান্স। ৫৭ মিনিটে ডি-বক্সে ইউক্রেনের মিডফিল্ডার সিদরচুককে শট নিতে দেখে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক উগো লরিস। কিন্তু বল প্রেসনেল কিম্পেম্বের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ফলে হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।