ইনস্টাগ্রাম থেকে কোহলির আয় শুনে চমকে যাবেন!
সম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই হেরেছে ভারত। ব্যাটসম্যান কোহলিও ব্যর্থ হয়েছেন।
মাঠে ব্যর্থ হলেও মাঠের বাইরে দারুণ কীর্তি গড়লেন কোহলি। ইনস্টাগ্রামে প্রথম ভারতীয় হিসেবে ৫০ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তাঁর। ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ৯৩০টি পোস্ট করেছেন তিনি। তিনি ফলো করছেন ৪৮০ জনকে।
শুনে অবাক হবেন, ইনস্টাগ্রাম থেকে বিপুল অঙ্কের টাকা আয় করেন কোহলি। প্রতিটি পোস্ট থেকে কোহলি আয় করেন ৩.২ কোটি টাকা। একই পরিমাণ আয় হয় পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও। এই তালিকায় শীর্ষে কমেডিয়ান কেভিন হার্ট। প্রতি পোস্টে তাঁর আয় ৬.৪ কোটি টাকা।
বর্তমান সময়ে কিছু প্রচারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বড় প্ল্যাটফর্ম। বিভিন্ন সংস্থা নিজেদের পণ্য প্রচারের জন্য তারকাদের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। তারকারা কোনো নির্দিষ্ট পণ্য সম্পর্কে নিজেদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মতামত জানান, কখনো আবার পণ্য নিয়ে ছবিও পোস্ট করেন। অসংখ্য ফলোয়ার থাকার কারণে দ্রুত কোটি কোটি মানুষ সেই পণ্য সম্পর্কে জেনে যান। বিনিময়ে সংস্থার কাছ থেকে তারকারা মোটা অঙ্কের অর্থ পান। কোহলিও সেই কাজটি করছেন।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট হ্যামিল্টনে। সেখানে চেনা মেজাজে কোহলিকে পাওয়া যায় কি না, সেটাই দেখার।