ইনিংস ঘোষণার কথা জানতেন না মুশফিক, ট্রিপল সেঞ্চুরির আক্ষেপ
আজ সোমবার শেষ সেশনে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ডাবল সেঞ্চুরির পর মুশফিক যখন একরান যোগ করেন তখনই ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অথচ সেই মুহূর্তে ইনিংস ঘোষণা হবে সেটা ভাবেননি মুশফিক। এমনকি ইনিংস ঘোষণার কথাও জানতেন না তিনি। তাঁর চোখ ছিল ট্রিপল সেঞ্চুরির দিকে।
তৃতীয় দিন শেষে ট্রিপল সেঞ্চুরি না করতে পারার আক্ষেপে পুড়লেন মুশফিক। তবে ভবিষ্যতে এমন সুযোগ এলে সেটা হাত ছাড়া করবেন না বলেও জানিয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
অন্যবারের তুলনায় এবার মিরপুরের উইকেট বেশ ব্যাটিং সহায়ক। তবে ধীরে ধীরে যে কঠিন হয়ে উঠবে সেটা জানতেন মুশফিক। সে জন্য ভেবেছিলেন, আরো পরে হয়ত ইনিংস ঘোষণা করবে বাংলাদেশ। ততক্ষণে উইকেট আরো কঠিন হবে ও ট্রিপল সেঞ্চুরির লক্ষ্যও পূরণ হবে তাঁর। কিন্তু শেষ পর্যন্ত আর হলো না তা, ৫৬০ রানের মাথায় আজই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
মুশফিক বলেন, ‘আমি আসলে আশা করিনি যে আজ এরকম ডিক্লেয়ার দিয়ে দেবে। আমার নিজের কাছে মনে হয়েছিল, যে আমাদের সময় ছিল দুইদিন। তার থেকে বড় ব্যাপার যে উইকেটে আমরা যত বেশি ব্যাটিং করবো আরও কঠিন হবে। তাতে এখন ছাড়ার সম্ভাবনা নেই। আমাদের চা বিরতির সময় ইনিংস ঘোষণা নিয়ে ওরকম কোনো আলোচনা হয়নি। শেষ আধা ঘণ্টা আগে জানতে পেরেছি যে শেষ ৬ থেকে ৮ ওভারের মতো ওদেরকে ব্যাট করতে দেবে। তার আগে তো পরিকল্পনা ছিল, লিটন যদি থাকে তাহলে আমার জন্য একটু সহজ হবে। আমার পরিকল্পনা ছিল, ও (লিটন) যদি একটা ১০০ করে ফেলে তাহলে আমারও ৩০০ রান হবে। সেটা আজকে বা কালকে প্রথম সেশনে হয়ে যেত।’
এরপর মুশফিক বলেন, ‘আমি মনে করি, যা হয়েছে দলের ভালোর জন্য হয়েছে। তবে ভবিষ্যতে যদি এরকম সুযোগ আসে চেষ্টা করবো সেটা কাজে লাগানোর। এখন পর্যন্ত যেটা হয়েছে দল ভালো একটা পজিশনে আছে।’
তিনি আরো বলেন, ‘আমি যখন সবশেষ জিম্বাবুয়ের সঙ্গে ডাবল সেঞ্চুরি করেছিলাম তারপর কেউ একজন প্রশ্ন করেছিল ৩০০ রান সম্ভব কিনা? আমি মনে করি যে অবশ্যই সম্ভব। টপ অর্ডারে যারা ব্যাটিং করে সবার জন্যেই সম্ভব। শান্ত যদি কাল সব সেশন, আজকের টি পর্যন্ত খেলতো ওর কিন্তু ৩০০ হয়ে যেত। ও ঘরোয়া ক্রিকেটেও ২০০ মেরেছে। এইটা যেকোনো টপ অর্ডারের ব্যাটসম্যানদের জন্য একটা ভালো সুযোগ। সবাই চেষ্টা করে। আল্লাহ্র রহমতে আমার আজকে হয়ে গেছে, কপালে ছিল। ভবিষ্যতে যদি আরও সুযোগ থাকে অবশ্যই হবে। আর শুধু একটা না, বিশ্ব ক্রিকেটে দেখেন একটা, দুইটা না অনেক ত্রিপল সেঞ্চুরি আছে। তারা যদি করতে পারে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরা কেন করতে পারবে না।'