ইবাদতের সাফল্যের রহস্য জানালেন লিটন

Looks like you've blocked notifications!
বাংলাদেশি তরুণ পেসার ইবাদত হোসেন। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচের লাগাম সফরকারী বাংলাদেশের হাতে। এটি সম্ভব হয়েছে বাংলাদেশি পেসার ইবাদত হোসেনের বোলিং দৃঢ়তায়। তাই চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।

ইবাদতের এমন পারফরম্যান্সে খুশি বাংলাদেশ দল। তরুণ এই পেসারের প্রশংসা করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তিনি বলেন, ‘ইবাদতের যে যোগ্যতা আছে, সে যে ভালো বোলার, তা প্রমাণ করেছে। ভবিষ্যতে দলকে আরও সাফল্য এনে দেবে বলে আশাবাদী আমি।’

লিটন আরও বলেন, ‘আমাদের সব বোলারই একই লেন্থে বল করেছে। পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ইবাদতের দুটি চমৎকার স্পেল ছিল। আমার মনে হয় সে এক জায়গায় বল করে সাফল্য পেয়েছে। তার ব্রেুক-থ্রু আমাদের অনেক অনুপ্রাণিত করেছে।’

ইবাদতকে টেস্টে আরও সময় দেওয়া উচিত বলে মনে করেন লিটন, ‘আমার মনে হয় তাঁকে একটু সময় দেওয়া উচিত। সে ম্যাচ খেলেছে ১১ বা ১২টি। তাকে সময় দেওয়া উচিত। ভবিষ্যতে সে প্রমাণ করবে বলে আমি আশাবাদী।’

প্রথম ইনিংসে ১৮ ওভার বল করে ৭৫ রান দিয়ে এক উইকেট নেন ইবাদত। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন তরুণ এই পেসার।