ইমরান খান হতে পারলেন না বাবর আজম!

Looks like you've blocked notifications!
১৯৯২ সালের অধিনায়ক ইমরান খান এবং ২০২২ সালের বাবর আজম। ছবি : সংগৃহীত

ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে, যদি তার উপাদান পূর্বের মতো থাকে। ১৯৯২ সালের ইমরান খান হতে ব্যর্থ হলেন ২০২২ সালের বাবর আজম। পারলেন না দলকে দ্বিতীয় শিরোপার স্বাদ দিতে। ফলে ৩০ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল না মেলবোর্নে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে বাবর আজমদের হাতছাড়া হলো শিরোপা।

আজ রোববার বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার পাকিস্তানকে উড়িয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল জস বাটলারের দল। এতদিন ধরে এই ফরম্যাটে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্যাবিনেটে শোভা বাড়িয়েছে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার তাদের সঙ্গী হয়েছে ইংল্যান্ড।

১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এই মাঠেই ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আজ সেই হারের মধুর প্রতিশোধ নিলো ইংলিশরা। যদিও বাবর আজম বলেছিলেন ৩০ বছরের ইতিহাস ফেরাতে মাঠে নামবেন তিনি। তবে বাস্তবতা ভিন্ন হয়েছে। হতে পারলেন না সেদিনের ইমরান খান।