ইমার্জিং কাপের বাংলাদেশ দলে চমক

Looks like you've blocked notifications!
ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দলে আছেন সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

দেশের মাটিতে আসন্ন ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এই দলে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও আবু হায়দার রনির মতো ক্রিকেটার এই দলে রয়েছেন।

দুই গ্রুপে ভাগ হয়ে আসন্ন আসরে আটটি দল খেলবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং, সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান।

আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে ইমার্জিং এশিয়া কাপ। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ২৩ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম, আবু হায়দার রনি ও মাহাদী হাসান।