ঈদের ছুটিতে ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ

Looks like you've blocked notifications!
ক্রিকেটারদের কিছু নির্দেশনা দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে এখন। তাই ঈদের ছুটিতে নিরাপদে থাকতে ক্রিকেটারদের কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর কদিন বাদে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই এই বিশেষ নির্দেশনা ক্রিকেটারদের দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ছুটি। ১৮ মে আবার অনুশীলনে ফেরার কথা ক্রিকেটারদের। বিসিবির মেডিকেল বিভাগের নির্দেশনা হচ্ছে, পরিবারের সদস্য ছাড়া সাধারণ মানুষের সঙ্গে দেখা না করা, বাড়িতে থাকা এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘আমরা প্রত্যেক ক্রিকেটারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। চলাচল সীমিত রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের পর গুরুত্বপূর্ণ সিরিজ হওয়ায় ক্রিকেটারদের কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ১৮ মে থেকে আবার অনুশীলন শুরু হবে। যাঁরা প্রাথমিক দলে ডাক পেয়েছেন তাঁদের দুবার কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। এরপর সিরিজের জন্য তৈরি হওয়া জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।

আগামী ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।