ঈদের পর কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে চায় বিসিবি

Looks like you've blocked notifications!

আগামী আগস্টে ক্রিকেটীয় কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে লক্ষ্যে কন্ডিশনিং ক্যাম্পের জন্য একটি নির্দেশিকাও তৈরি করছে বিসিবি।

এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিএসএসকে বলেন, '৩৮ জন খেলোয়াড় তিন গ্রুপে ভাগ হয়ে একটি কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনেই এই কার্যক্রম চলবে। তবে ক্রিকেট মাঠে ফেরাতে সরকারের অনুমোদন লাগবে।'

বিসিবির প্রধান নির্বাচক আরো বলেন, 'আগে আমাদের লক্ষ্য ছিল এই মাসে (জুলাই) ক্রিকেট মাঠে ফেরানোর। এ জন্য বিসিবি সব সুযোগ সুবিধা প্রস্তুত করে রেখেছিল। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়নি। এখন আমরা আগস্টে কার্যক্রম শুরু করতে চাই। বিশেষ করে ঈদুল আজহার ছুটির পর।'

খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প সম্পর্কে নান্নু বলেন, ‘আমরা এরই মধ্যে ৩৮ জনের একটি দল বাছাই করেছি। তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই এদের বাছাই করা হয়েছে।  ফিটনেস ট্রেনিং দিয়েই শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর স্কিল সেশন হবে।'

করোনার কারণে গত মার্চ থেকে স্থগিত করা হয় বাংলাদেশের সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম। করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল ইসলাম অপুসহ আরো কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার।