উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দাপট

Looks like you've blocked notifications!
নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত

কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন কেইন উইলিয়ামসন। ওই ম্যাচে উইন্ডিজদের ভোগানো উইলিয়ামসন খেলেন ২৫১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। ক্যারিবীয়দের পর এবার পাকিস্তানি বোলারদেরও শাসন করছেন কিউই অধিনায়ক। দৃঢ়তার সঙ্গে লড়াই করা উইলিয়ামসন ক্রাইস্টচার্চেও হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি।

উইলিয়ামসনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ছয় উইকেটে ৬৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। ২৩৮ রানের অসাধারণ ইনিংস খেলেছেন উইলিয়ামসন।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এবার ৩৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে সফরকারীরা।

আজ মঙ্গলবার এক উইকেটে আট রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। দিন শেষে উইকেটে ছিলেন আবিদ আলী ও মোহাম্মদ আব্বাস। এখনো ৩৫৪ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

এর আগে ১১২ রানে অপরাজিত থেকে হেনরি নিকোলসকে নিয়ে দিন শুরু করেন উইলিয়ামসন। দিনের শুরু থেকে দারুণভাবে খেলতে থাকা উইলিয়ামসন ৩২৭ বলে ২৪ বাউন্ডারিতে স্পর্শ করেন ডাবল সেঞ্চুরি। এরপর ২৩৮ রানে শেষ পর্যন্ত থামেন স্বাগতিক অধিনায়ক। ৩৬৩ বলে ২৮ বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। উইলিয়ামসন ছাড়াও দারুণ খেলেছেন হেনরি নিকোলস ও ড্যারিল মিচেল। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। এর মধ্য নিকোলস খেলেছেন ১৫৭ রানের ইনিংস। অন্যদিকে মিচেল করেন ১০২ রান।  

এই রান করার পথে টেস্ট ক্রিকেটে সাত হাজার রান করার মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। সেটাও আবার ব্রায়ান লারা, রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সদের চেয়েও দ্রুততম সময়ে। ছয় হাজার ৮৭৭ রান নিয়ে চলতি টেস্টটি শুরু করেন উইলিয়ামসন। এই রান করতে মাত্র এক ইনিংস সময় নিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে নিজের ৮৩তম ম্যাচের প্রথম ইনিংসে নিজের লক্ষ্যে পৌঁছে যান উইলিয়ামসন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস : ২৯৭।

নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ১৫৫.৫ ওভারে ৬৫৯/৬ (আগের দিন ২৮৬/৩) (উইলিয়ামসন ২৩৮, নিকোলস ১৫৭, ওয়াটলিং ৮, মিচেল ১০২*, জেমিসন ৩০*; আফ্রিদি ৩৫.৫-৮-১০১-২, আব্বাস ৩৪-১১-৯৮-২, নাসিম ২৬-২-১৪১-০, ফাহিম ২৮-৪-১০৬-২, মাসুদ ২-০-১৭-০, গোহার ৩২-০-১৫৯-০, হারিস ১-০-২-০)।

পাকিস্তান ২য় ইনিংস : ১১ ওভারে ৮/১ (মাসুদ ০, আবিদ ৭*, আব্বাস ১*; সাউদি ৬-৫-৫-০, বোল্ট  ৩-২-২-০, জেমিসন ২-১-১-১)।