উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানের পাহাড়
অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সাত উইকেটে ৫১৯ রানে ইনিংস ঘোষণা করেছে কিউইরা। ২৫১ রান করেন উইলিয়ামসন। জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৪৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো ৪৭০ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
প্রথম দিন শেষে ৭৮ ওভারে দুই উইকেটে ২৪৩ রান করেছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৯৭ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া ওপেনার ল্যাথামের ব্যাট থেকে আসে ৮৬ রান।
২২তম সেঞ্চুরিতে পৌঁছাতে তিন রানের প্রয়োজন ছিল উইলিয়ামসনের। ম্যাচে দ্বিতীয় দিনের ১৫তম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩১ রান নিয়ে উইলিয়ামসনের সঙ্গে দিন শুরু করা টেলর বেশি দূর যেতে পারেননি। শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হয়ে ৩৮ রানে থামেন টেলর।
টেলরের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের পেসাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরে। দ্রুত প্যাভিলিয়নে ফেরেন হেনরি নিকোলস, টম ব্লান্ডেল ও ড্যারেল মিচেল। নিকোলস ৭, ব্লান্ডেল ১৪ ও মিচেল ৯ রান করেন। রোচ দুটি ও গ্যাব্রিয়েল একটি উইকেট নেন।
রোচকে বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি।
১৪২তম ওভারের পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফের শিকার হন উইলিয়ামসন। এর আগে ৬২৪ মিনিট ক্রিজে থেকে ৪১২ বল মোকাবিলা করে ৩৪টি চার ও ছয়টি ছক্কা মেরে ২৫১ রান করেন উইলিয়ামসন।
১৪৫ ওভারে ইনিংস ঘোষণার সময় জেমিসন ৫১ ও টিম সাউদি ১১ রানে অপরাজিত ছিলেন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন জেমিসন। ওয়েস্ট ইন্ডিজের রোচ ও গ্যাব্রিয়েল তিনটি করে উইকেট নেন।
দিনের শেষ ভাগে ২৬ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রার্থওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ২২ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫১৯/৭ (ডি.) ১৪৫ ওভার (উইলিয়ামসন ২৫১, ল্যাথাম ৮৬, গ্যাব্রিয়েল ৩/৮৯)।
ওয়েস্ট ইন্ডিজ : ৪৯/০, ২৬ ওভার (ব্রার্থওয়েট ২০, ক্যাম্পবেল ২২)।