উপদেষ্টা কমিটিতে আবার ফিরতে পারেন শচীন-লক্ষণ
গত বছরে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠার পরে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণরা ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি মহিলা দলের কোচ বেছে নিতে রাজি হয়নি। এর পর নতুন করে কপিল দেব, শান্তা রঙ্গনাথন ও অংশুমান গায়কোয়াডড়ের রেখে সিএসি গঠন করা হয়।
বিসিসিআই আবার নতুন করে ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন করতে যাচ্ছে। সেখানে ফিরতে পারেন শচীন টেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের মতো সাবেক তারকারা। স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠার পরে শচীন, লক্ষ্মণ এর আগে অ্যাডভাইসারি কমিটি থেকে পদত্যাগ করেছিলেন গত জুলাইয়ে। গত বিশ্বকাপের পর ভারতের কোচিং স্টাফ বেছে নেওয়ার দায়িত্ব পালন করে কপিল দেবের নেতৃত্বাধীন কমিটি। এর পরই পদত্যাগ করেন তিনজনে।
তবে নতুন করে বোর্ডের তরফে অ্যাডভাইসারি কমিটি গঠন করা হচ্ছে। বিসিসিআই সূত্রের খবর, লক্ষ্মণ, শচীনকে ফেরানো হচ্ছে। কপিল দেবদের আগে লক্ষ্মণ-শচীনদের সঙ্গে সিএসির সদস্য ছিলেন সৌরভও। যাঁরা জাতীয় দলের কোচ বেছে নিয়েছিলেন সেই সময়।
সৌরভ এখন বোর্ড সভাপতি। আজ তাঁর নেতৃত্বেই প্রথমবার বোর্ডের ৮৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শনিবার হয় অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। বোর্ডের সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছে, ‘অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই বেছে নেওয়া হবে সিএসসি সদস্যদের।’