ঋষি কাপুরের মৃত্যুতে ভারতীয় ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া

Looks like you've blocked notifications!

পর পর দুটি দুঃসংবাদ পেল বলিউড। গতকাল বুধবার না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউড তারকা ইরফান খান। তাঁর মৃত্যুর শোক না কাটতেই চলে গেলেন আরেক বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। টানা দুটি ধাক্কায় শোক নেমেছে বলিউড অঙ্গনে। শুধু বলিউড নয়, ক্রীড়াঙ্গন জুড়েও শোকের ছায়া বিরাজ করছে।

 

অভিনেতা ঋষি কাপুর আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি-বীরেন্দর শেবাগরা।

টুইটারে কোহলি লিখেছেন, ‘বিষয়টি একদম অবিশ্বাস্য। গতকাল ইরফান খান, আজ ঋষি কাপুর। এটা মেনে নেওয়া কঠিন, এমন এক কিংবদন্তি আজ চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা, তাঁর আত্মা শান্তি পাক।'

বীরেন্দর শেবাগ টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, 'ঋষি কাপুরজির মৃত্যুর খবরে ভয়ংকর মন খারাপ হলো। তাঁর পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন।‘

শোক জানিয়েছেন ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীও। অনেক বড় ধাক্কা খেয়েছেন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ধাক্কা খেয়েছি বললেও কম হবে। ঋষি কাপুর মানেই প্রতি মিনিটেই হাসি। নীতু জি (ঋষী কাপুরের স্ত্রী), রণবীর ও রিধিমার জন্য প্রার্থনা। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুণ।'

‘ববি’ ও ‘চাঁদনি’ সিনেমার জন্য ঋষি কাপুর বিখ্যাত। গত বছর তিনি নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। মৃত্যুকালে স্ত্রী নীতু কাপুর এবং দুই ছেলে মেয়ে রণবীর ও রিধিমাকে রেখে গেছেন এই অভিনেতা।