‘এই মুহূর্তে বাবর বিশ্বসেরা অলরাউন্ড ব্যাটার’

Looks like you've blocked notifications!
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে হারের কবল থেকে রক্ষা করেন অধিনায়ক বাবর আজম। ৬০৩ মিনিট ক্রিজে থেকে ৪২৫ বল খেলে এই দুর্দান্ত ইনিংস খেলেন বাবর।

ববরের সঙ্গে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে টেস্ট ড্র’ করতে দারুণ ভূমিকা রাখেন মোহাম্মদ রিজওয়ান। তবে বাবরের ইনিংসের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। 

বাবরের প্রশংসা করে একটি টুইট করেন ভন। সেখানে তিনি লিখেন, ‘কোনো প্রশ্ন ছাড়াই আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার হলেন বাবর আজম, সব ফরম্যাটেই দুর্দান্ত করছেন তিনি।’

ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, বাবরের ইনিংসের কল্যাণেই ম্যাচে হার এড়াতে পারে পাকিস্তান। ম্যাচের চতুর্থ দিন সকালে পাকিস্তানকে জয়ের জন্য ৫০৬ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর জুটি বেঁধে দিনের বাকি সময় আর কোনো উইকেট পড়তে দেননি ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর। বাবরের ১০২ ও শফিকের ৭১ রানের সুবাদে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৯২ রান করেছিল পাকিস্তান। আর পঞ্চম ও শেষ দিন শফিক ৯৬ রানে থামলেও, বাবর ও রিজওয়ান দারুণ লড়াই করেন।

প্রায় দুদিনে ১৭১ দশমিক ৪ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্বাস্যভাবে করাচি টেস্ট ড্র করে পাকিস্তান।