একই নামে দুজন, তাই দ্বিধান্বিত হন তামিম!

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বিসিবি প্রেসিডেন্টস কাপে আগামীকাল মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তামিম একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে সাফল্যে আশাবাদী দলটির অধিনায়ক তামিম ইকবাল। তবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক অনেকটাই রোমাঞ্চিত আরেক তরুণ তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামবেন বলে।  

দলের সাফল্যে আশাবাদী তামিম ইকবাল বলেন, ‘এটা আমাদের প্রথম ম্যাচ। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দল হিসেবে আমরা দুটি বাড়তি দিন অনুশীলন করতে পেরেছি, এটা একটা সুবিধা ছিল। অনূর্ধ্ব-১৯ দলের কিছু খেলোয়াড় আছে। তারাও এখন দলে। ওদের সঙ্গে অনুশীলনের একটা অভিজ্ঞতাও হয়েছে। ওরা যুব বিশ্বকাপে কীভাবে কী করল, সে বিষয়েও কথা হয়েছে। আসরটি হাই-ভোল্টেজ হবে। প্রতিটি খেলোয়াড় রোমাঞ্চিত। আশা করছি কালকের ম্যাচ দারুণ হবে।’

তামিমের দলে আছেন আরেক তরুণ তানজিদ হাসান তামিম। এ ব্যাপারে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘কাল আরেক তামিমের সঙ্গে ওপেন করব, আমি একটু দ্বিধান্বিত হয়ে যাই। এত দিন তো সবাই তামিম ভাই বলে ডাকত। এখন অনেকে ওকে তামিম বলে ডাকে, ফলে দুজনকেই তাকাতে হয়। আমি তাই বলেছি ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায়! ওকে যতটা দেখলাম, ওর সঙ্গে নেট শেয়ার করেছি, বেশ সম্ভাবনাময় খেলোয়াড়। আশা করি ও অনেক দূর যাবে আর আমি ওর সঙ্গে কাল ওপেন করার জন্য অপেক্ষা করছি।’