একদিনেই শেষ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকেট

Looks like you've blocked notifications!
ক্রিকেট মাঠে দর্শক ফেরাচ্ছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ। এই সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকেট ছেড়েছে অসি ক্রিকেট বোর্ড। অবাক করার বিষয় হলো, ছাড়ার প্রথম দিনেই শেষ পাঁচ ম্যাচের টিকেট।

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মোট ছয়টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এ জন্য গতকাল শুক্রবার ছয় ম্যাচের টিকেট ছাড়ে স্বাগতিকরা। ছয় ম্যাচের পাঁচটির টিকেট প্রথম দিনেই বিক্রি হয়ে যায়। শুধুমাত্র সিডনিতে প্রথম ম্যাচের ১৯০০টি টিকেট বাকি ছিল। নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিএ।

বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার দর্শক বিষয়ক কমিটির নির্বাহী কর্মকর্তা অ্যান্থনি এভেরার্ড বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা অন্যতম সেরা। সিরিজটি মহাকাব্য হিসেবে রূপ নিচ্ছে।’

অ্যান্থনি আরো বলেন,‘ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শকদের এমন তুমুল আগ্রহ দেখা দারুণ লাগছে। অনেক চাহিদা দেখা যাচ্ছে টিকিটের। বিক্রি হতে একটু সময় লাগেনি। শুধুমাত্র প্রথম ওয়ানডের কিছু টিকিট বাকি রয়েছে।’

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি :

প্রথম ওয়ানডে : ২৭ নভেম্বর

দ্বিতীয় ওয়ানডে : ২৯ নভেম্বর

তৃতীয় ওয়ানডে : ৩ ডিসেম্বর

প্রথম টি-টোয়েন্টি : ৪ ডিসেম্বর

দ্বিতীয় টি-টোয়েন্টি : ৬ ডিসেম্বর

তৃতীয় টি-টোয়েন্টি : ৮ ডিসেম্বর

প্রথম টেস্ট : ১৭ ডিসেম্বর

দ্বিতীয় টেস্ট : ২৬ ডিসেম্বর

তৃতীয় টেস্ট : ৭ জানুয়ারি

চতুর্থ টেস্ট : ১৫ জানুয়ারি