একাদশে ঘনঘন পরিবর্তনের পক্ষে নন ডমিঙ্গো

Looks like you've blocked notifications!

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় দিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ। স্লো উইকেটে এমন সাফল্য পাওয়ায় দ্বিতীয় ম্যাচে রাজকোটের ব্যাটিং স্বর্গেও একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে ম্যাচটিতে রোহিতের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে পাত্তা পায়নি সফরকারীরা। হেরেছে আট উইকেটে।

নাগপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল রোববার স্বাগতিকদের মুখোমুখি হবে মুশফিক-মাহমুদউল্লাহরা। সিরিজে ১-১ সমতা থাকায় শিরোপা জয়ের হাতছানি দুই দলের সামনে। নাগপুরের স্পোটিং উইকেটে একাদশ নিয়ে কী ভাবছে বাংলাদেশ?

বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো একাদশে ঘনঘন পরিবর্তনের পক্ষে নন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একাদশে ঘনঘন পরিবর্তন আনার পক্ষে নই আমি। যেকোনো ম্যাচেই পিচের কন্ডিশন বুঝে কিছু পরিবর্তন হয়তো হতে পারে।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৬০ রান খেলে বাংলাদেশকে টেনেছেন মুশফিকুর রহিম। বাকিরা সঙ্গ দিলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। দুই ম্যাচে ভালো শুরু করা সৌম্যের স্কোর ৩৯ ও ৩০, লিটনের ৭ ও ২৯। 

গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্যই সমস্যাটা হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘ওরা বড় স্কোরের চেষ্টা করছে। টেকনিক্যাল কোনো সমস্যা নেই। হতে পারে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে কিছু বাজে সিদ্ধান্তের জন্য ওরা আউট হয়ে যাচ্ছে। ওদের এটা নিয়ে কাজ করতে হবে। ইনিংস বড় করতে ওদের যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।’

ডমিঙ্গো আরো বলেন, ‘দ্বিতীয় ম্যাচে দলের কেউ ৭০ বা ৮০ রান করতে পারেনি। প্রথম ম্যাচে বড় ইনিংস খেলে দলকে টেনেছিল মুশফিক। কেউ যখন ৩০ পর্যন্ত যায় তার বড় ইনিংস খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত। মুশফিক প্রথম ম্যাচে বড় ইনিংস খেলেছিল, আমরা জিতেছিলাম। রোহিত বড় স্কোর করায় ভারত জেতে দ্বিতীয় ম্যাচে। আমাদের কয়েকজন ৩০ পর্যন্ত করেছে। কেউ তো আর এমনিতেই আউট হয় না। তবে গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটায় ওদের আরো উন্নতি করতে হবে।’