একাদশে নেই মুস্তাফিজ, দলে দুই পরিবর্তন

Looks like you've blocked notifications!

চোট কাটিয়ে প্রথম ওয়ানডেতে নেমেই দারুণ সাফল্য পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে দলও জেতে বিশাল ব্যবধানে। অথচ দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয়নি তরুণ এই পেসারকে। সাইফউদ্দিন ছাড়াও একাদশে নেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের বিপক্ষে আজ একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাইফউদ্দিনের বদলে দ্বিতীয় ম্যাচের একাদশে ঢুকেছেন শফিউল ইসলাম। অন্যদিকে মুস্তাফিজের বদলে দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেলেন আল-আমিন হোসেন।

শেষ গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কা বিপক্ষে খেলেছিলেন শফিউল। অন্যদিকে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই শেষ ওয়ানডে খেলেছিলেন আল-আমিন।

এই সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। কিন্তু দুজনের একজনকেও একাদশে রাখা হয়নি। অভিষেকের জন্য আরো অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁদের। 

গত রোববার সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। দীর্ঘ সাত মাস পর জয়ে ফেরার ম্যাচে রেকর্ড গড়েছে স্বাগতিকরা। জিতেছে ১৬৯ রানের বিশাল ব্যবধানে। তুলে নেয় নিজেদের ওয়ানডেতে ইতিহাসের সবচেয়ে বড় জয়। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৪ ম্যাচ জয়েরও রেকর্ড গড়ে লাল-সবুজের দল। 

প্রথম ম্যাচের বিশাল জয়ে আজ বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে মাশরাফি বিন মুর্তজার দল। তবে হারলেও সিরিজ জয়ের আশা শেষ হবে না। শেষ ম্যাচে আগামী ৬ মার্চ বাংলাদেশের সামনে রয়েছে আরেকটি সুযোগ। শেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ।

চোটের কারণে এই ম্যাচে নেই জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে একাদশ : শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবোদজি, ডনাল্ড টিরিপানো, কার্ল মুম্বা, চার্লটন টিশুমা।