এক নজরে দেখে নেওয়া যাক ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার
গত এক বছর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে, আদৌ আবার ফিরবেন কি না, টি-টোয়ন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কি না, এমন সব। সব আলোচনাকে উড়িয়ে দিয়ে হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়ে ফেললেন ভারতের দুটি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।
সংক্ষিপ্ত ঘোষণায় অবসরের কথা জানালেও ধোনি স্পষ্ট করে জানাননি ঘরোয়া ক্রিকেটে খেলবেন কি না। তবে যেহেতু আইপিএল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাই তাঁকে চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে নিশ্চিত।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার :
টেস্ট ক্যারিয়ার : ২০০৫ সালে চেন্নাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন ধোনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। মেলবোর্নে অসিদের বিরুদ্ধে শেষবার মাঠে নামেন টেস্টে।
ক্যারিয়ারে ৯০টি টেস্ট খেলেছেন ধোনি। ১৪৪টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ৩৮.০৯ গড়ে চার হাজার ৮৭৬ রান করেন তিনি। টেস্টে শতরান করেছেন ৬টি। অর্ধশতরান ৩৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের। উইকেটকিপার হিসেবে ক্যাচ ধরেছেন ২৫৬টি। স্টাম্পিং করেছেন ৩৮টি।
ওয়ানডে ক্যারিয়ার : ২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার ওয়ানডে ক্রিকেটে মাঠে নামেন ধোনি। সেটি ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। গত বছর ম্যানচেস্টারে বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার ওয়ানডে ক্রিকেটে মাঠে নামেন তিনি। কাকতলীয়ভাবে সেটিই ধোনির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
মোট ৩৫০টি ওয়ানডের ২৯৭টি ইনিংসে ৫০.৫৭ গড়ে ১০ হাজার ৭৭৩ রান করেন ধোনি। সেঞ্চুরি করেছেন ১০টি। হাফসেঞ্চুরি ৭৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৮৩ রানের। বল হাতে একটি উইকেটও নিয়েছেন তিনি। ক্যাচ ধরেছেন ৩২১টি। স্টাম্পিং করেছেন ১২৩টি।
টি-টোয়েন্টি ক্যারিয়ার : ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ধোনি। শেষ টি-টোয়েন্টি খেলেন গত বছর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
মোট ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৭.৬০ গড়ে এক হাজার ৬১৭ রান সংগ্রহ করেন ধোনি। হাফসেঞ্চুরি করেছেন দুটি। সর্বোচ্চ ইনিংস ৫৬ রানের। ক্যাচ ধরেছেন ৫৭টি এবং স্টাম্প ভেঙেছেন ৩৪ বার।