এক ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন তামিম!

Looks like you've blocked notifications!
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্যারিয়ারকে লম্বা করতে ক্রিকেটের একটি ফরম্যাট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ শুক্রবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেননি তামিম। ফলে অনেকের মনেই তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জেগেছে। কারণ, কমাস বাদেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তামিম নিশ্চিত করে জানাননি যে, ঠিক কোন ফরম্যাট থেকে অবসরে যেতে চাচ্ছেন তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালোভাবেই মনে আছে তাঁর। ক্রিকবাজকে তিনি বলেন, ‘অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালোভাবেই আমার মনে আছে। আর বিশ্বকাপ খুব বেশি দূরে নয় মাত্র ছয় মাসের মতো বাকি। এটা কেন মনে থাকবে না।’

এরপর এক ফরম্যাট ছাড়ার আভাস দিয়ে তামিম বলেন, ‘আমি মনে করি, আমাকে দুটি ফরম্যাটে ক্যারিয়ার লম্বা করতে হবে। তখন আরেকটি ফরম্যাটে চালিয়ে যেতে আমি নিজেকে চাপ দেব না। বার্তাটি খুব স্পষ্ট যে, যতদূর সম্ভব আমি বাংলাদেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। আমি চাই দেশের হয়ে নিজের সেরাটা দিতে। যদি আমি দুটি ফরম্যাটে সেরাটা দিতে পারি তাহলে সেটা নিশ্চিত করার জন্য আমি একটি ফরম্যাট ছাড়তে চাই।’

তামিম আরও বলেন, ‘এটা এমন নয় যে, আমি টেস্ট ক্রিকেটে ক্লান্ত তাই আমি ছেড়ে দিবে। আবার এমনও নয় যে টি-টোয়েন্টিতে ক্লান্ত তাই টি-টোয়েন্টি ছাড়ছি। আমি ছাড়ব এটা নিশ্চিতের জন্য যেন, আমি অন্য দুই ফরম্যাটে সেরাটা দিতে পারি।’