এক বছর পর একাদশে আফিফ, বাদ সৌম্য
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/23/187337478_601128511282266_5861338658048678752_n.jpg)
গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে ওয়ানডে অভিষেক হয় আফিফ হোসেনের। অভিষেক ম্যাচের পর আর সুযোগ হয়নি ৫০ ওভারের ক্রিকেটে। এক বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশে সুযোগ মিলেছে তাঁর। আফিফ ছাড়াও ছুটি কাটিয়ে বাংলাদেশ দলের একাদশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাদ পড়েছেন সৌম্য সরকার।
গতকাল শনিবার ম্যাচের আগের দিন তিন পেসার নিয়ে মাঠে নামার আভাস দিয়েছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। মূল ম্যাচে তাই হয়েছে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে পেস বিভাগ সামলাবেন মোহাম্মদ সাইফউদ্দিন।
অন্যদিকে প্রস্তুতি ম্যাচে ভালো করেও লঙ্কান একাদশে সুযোগ পাননি কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার। উইকেটকিপারের ভূমিকায় দেখা যাবে অধিনায়ক কুশল পেরেরাকেই। এই ম্যাচ দিয়ে নেতৃত্বের অভিষেক হচ্ছে বাঁহাতি এই ব্যাটসম্যানের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির সিরিজটি খেলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজের পরের দুটি ম্যাচ হবে আগামী ২৫ ও ২৮ মে। সবগুলোই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। তিন ফরম্যাট মিলিয়ে শেষ ১০ ম্যাচের নয়টিতেই হেরেছে বাংলাদেশ, ড্র করেছে একটিতে। এই শ্রীলঙ্কার বিপক্ষেই কদিন আগে টেস্ট সিরিজে হেরে এসেছেন তামিমরা। তার আগে সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডেও হয়েছে ভরাডুবি। সবমিলে ক্রিকেটারদের আত্মবিশ্বাস গিয়ে ঠেকেছে তলানিতে। তাই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একদশ
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, দুশমন্থ চামিরা, লাকসান সান্দাকান।