এক মাস মাঠের বাইরে পগবা

Looks like you've blocked notifications!

পায়ের গোড়ালির অস্ত্রোপচারের জন্য অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবাকে।

দলটির ম্যানেজার ওলে গানার সলশেয়ার বলেন, ‘চোটে আক্রান্ত পগবা। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্ভবত তার ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করতে হবে।’

গত শনিবার ও বুধবার দুটি ম্যাচে খেলতে পারেননি পগবা। ফরাসি এই তারকা তিন মাস পর মাঠে ফিরে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন।

এদিকে পরীক্ষায় পগবার বড় কোনো সমস্যা ধরা পড়েনি। এ ব্যাপারে দলটির ম্যানেজার বলেন, ‘সম্ভবত তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পগবাকে।’