এটা আমাদের স্বপ্ন পূরণ, বিশ্বকাপে খেলা নিয়ে জ্যোতি

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

প্রথম বার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী দল। এর আগে দুবার বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ হতে চলেছে। করোনার প্রভাবে মাঝপথে স্থগিত হওয়া বাছাইপর্ব উতরে এখন মূল পর্বে ডানা মেলেছে মেয়েদের বিশ্বকাপ খেলার স্বপ্ন।

আগামী ৪ মার্চ মাঠে গড়াবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। যা চলছে ৩ এপ্রিল পর্যন্ত। নিউজিল্যান্ডের ছয়টি ভেন্যুতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে লড়বে আটটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে সব দলই একে অপরের মুখোমুখি হবে। ৫ মার্চ লাল-সবুজের দল প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মূল লড়াইয়ের আগে আজ বৃহস্পতিবার আইসিসির এক কলামে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘আইসিসি নারীদের ক্রিকেট বিশ্বকাপে খেলা আমাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ। তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও আমরা কখনও ওয়ানডে বিশ্বকাপে খেলিনি। তাই আমরা খুব উচ্ছ্বসিত এবং এ বিশাল মঞ্চে আমরা পারফর্ম করতে মুখিয়ে আছি। আমরা এ সুযোগের সর্বোচ্চটা ব্যবহার করতে চাই।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনও ওয়ানডেতে খেলিনি, তাই এটা হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা। আমরা টিভি ও ইন্টারনেটে তাদের অনুসরণ করি, কারণ জানতাম কোনো একদিন তাদের বিপক্ষে আমাদের খেলতে হতে পারে। আমাদের অ্যানালিস্টরা আমাদের প্রস্তুতিতে সহায়তা করতে তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে তথ্য দিয়েছে।’

‘বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী দেশ। এখন মেয়েদের দলের প্রতিও ভালোবাসা দেখা যাচ্ছে। এটি চাপ বাড়ায়, কিন্তু এ চাপ ভালো, দর্শকের জন্য ভালো কিছু করার আকাঙ্ক্ষা অনুভব করি আমরা।’—যোগ করেন অধিনায়ক।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচি

৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন)

৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন)

১৪ মার্চ ২০২২ : বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন)

১৮ মার্চ ২০২২ : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (বে ওভাল)

২২ মার্চ ২০২২ : বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন)

২৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওয়েলিংটন)

২৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন)