এনটিভির জন্মদিনে তামিম-মুশফিকদের শুভেচ্ছা

Looks like you've blocked notifications!

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ১৭ বছর পার করেছে বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। আজ ৩ জুলাই ১৮ বছরে পা রেখেছে এনটিভি। আর এই শুভক্ষণে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিশিষ্ট ব্যক্তিরা অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন এনটিভিকে।

শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শুভেচ্ছাবার্তায় এনটিভিকে নিয়ে নিজেদের আশার কথা জানিয়েছেন তামিম-মুশফিকরা।

এনটিভির সঙ্গে নিজের একটি স্মৃতি স্মরণ করে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘এনটিভির সঙ্গে আমার ভালো একটি স্মৃতি আছে। আমি যখন প্রথম জাতীয় দলে সুযোগ পাই, সেই নিউজটা আমি এনটিভির মাধ্যমেই প্রথম জানতে পারি। আজ ১৭ থেকে ১৮ বছরে পা দিচ্ছে এনটিভি। এটার চেয়ে খুশির কিছু নেই। আমি এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানাই। উনারা চমৎকারভাবে এত বছর কাজ করে যাচ্ছেন। আশা করি, সামনের দিকেও এভাবে কাজ করে যাবেন।’

শুভেচ্ছা জানিয়ে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো এনটিভি। যারা সত্য-সঠিক নিউজ দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করে এসেছে এত দিন। সামনেও এটা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। সেইসঙ্গে আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এ মুহূর্তে এনটিভির দায়িত্ব আরো বেশি। এনটিভির সঙ্গে থাকা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’

শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও, ‘১৭ পার করে দেড় যুগে পা রাখার ক্ষণে এনটিভি ও এর সঙ্গে সংযুক্ত সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা।’

অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক বলেন, ‘বাংলাদেশের যত টেলিভিশন আছে এর মধ্যে অন্যতম ও জনপ্রিয় চ্যানেল এনটিভি ১৭ থেকে ১৮ বছরে পা রাখছে। আমি মুশফিকুর রহিম তাদের শুভেচ্ছা জানাই। বরাবরের মতো সত্য-সঠিক নিউজ ও বাংলাদেশের সংস্কৃতি ধারণ করে মানুষের প্রত্যাশা পূরণ করে যাচ্ছে এনটিভি। আশা করছি, সামনেও এই ধারা অব্যাহত থাকছে।