এনামুলকে দলে না নেওয়ার কারণ জানালেন তামিম
ঘরোয়া ক্রিকেটে অসধারণ সাফল্য পেয়ে দীর্ঘ দিন পর জাতীয় দলে ফেরেন এনামুল হক। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। কিন্তু সাফল্য না পাওয়ায় ওয়ানডে সিরিজের প্রথম একাদশে তাঁকে রাখা হয়নি।
এনামুলকে একাদশে না রাখার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। যদিও সম্প্রতি দুর্দান্ত ঘরোয়া মৌসুম কাটিয়ে এনামুল দলে এসেছেন। তবে শান্তর জায়গায় বিজয়কে বেছে নিতাম, তাহলে শেষ তিনটি সিরিজে শান্তকে রাখার সিদ্ধান্ত ভুল হবে। শেষ তিন সিরিজে শান্তকে দলের সঙ্গে নিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ কেউ আসে, তাকে খেলিয়ে দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে এই মতে বিশ্বাসী নই। আমি মনে করি আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
ঢাকা প্রিমিয়ার লিগে এক হাজারের বেশি রান সংগ্রহ করে এনামুল এই সফরের দলে সুযোগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে তিনি ২৩ ও ৪ রান করেন। আর তিনটি টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৬, ৩ ও ১০ রান করেন।