এবারও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

Looks like you've blocked notifications!

২০১৮-১৯ মৌসুম দুঃস্বপ্নের মতো কেটেছিল রিয়াল মাদ্রিদের। মৌসুম শুরুর আগেই রিয়ালকে বিদায় জানান ক্লাবটির অন্যতম সফল কোচ জিনেদিন জিদান। এরপর হুট করে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান দলটির সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 

দুই ধাক্কার পর মৌসুমটাও ভালো কাটেনি রিয়ালের। তিন আসর থেকেই ছিটকে যায় স্পেনের অন্যতম ক্লাবটি। তবে মাঠের পারফরম্যান্স খারাপ হলেও আর্থিকভাবে ঠিকই শক্ত ছিল রিয়াল। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের সবচেয়ে দামি ফুটবল ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ।

বিখ্যাত আর্থিক পরামর্শ দাতা প্রতিষ্ঠান কেপিএমজি প্রতি বছর ইউরোপিয়ান এলিট দলের তালিকা প্রকাশ করে। প্রতিটি ক্লাবের আয়, জনপ্রিয়তা, প্রতিশ্রুতি, সম্প্রচার স্বত্ব ও স্টেডিয়ামের আকার সবকিছু বিবেচনা করে ক্লাবের মূল্য নির্ধারণ করে কেপিএমজি। 

এবারের প্রতিবেদন অনুযায়ী রিয়ালের মূল্য বেড়েছে ৮ শতাংশ। দলটির বর্তমান মূল্য ৩৪৭ কোটি ৮০ লাখ ইউরো। দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের মূল্য ৩৩৪ কোটি ২০ লাখ ইউরো। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার দাম ৩১৯ কোটি ৩০ লাখ ইউরো।

ইউরোপের সবচেয়ে দামি ১০ ক্লাব :

রিয়াল মাদ্রিদ  : ৩৪৭ কোটি ৮০ লাখ ইউরো

ম্যানচেস্টার ইউনাইটেড  : ৩৩৪ কোটি ২০ লাখ ইউরো

বার্সেলোনা  : ৩১৯ কোটি ৩০ লাখ ইউরো

বায়ার্ন মিউনিখ : ২৮৭ কোটি ৮০ লাখ ইউরো

লিভারপুল : ২৬৫ কোটি ৮০ লাখ ইউরো

ম্যানচেস্টার সিটি : ২৬০ কোটি ৬০ লাখ ইউরো

চেলসি : ২২১ কোটি ৮০ লাখ ইউরো

টটেনহ্যাম হটস্পার : ২০৬ কোটি ৭০ লাখ ইউরো

পিএসজি : ১৯১ কোটি ১০ লাখ ইউরো

আর্সেনাল : ১৮৫ কোটি ২০ লাখ ইউরো