এবার আইপিএলে অধিনায়ক থাকছেন না ধোনি!
আর কদিন বাদে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসরটি শুরুর আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য এরই মধ্যে নতুন অধিনায়ক নির্বাচন করেছে দলটি। রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের নতুন অধিনায়ক।
আজ বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অধিনায়ক নির্বাচন করার খবরটি জানায়। জাদেজার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন ধোনি নিজেই। অধিনায়ক না থাকলেও চলমান মৌসুম এবং পরেও চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি।
সম্প্রতি ঘরোয়া আসর থেকে ধোনির অবসর নিয়ে আলোচনা শুরু হয়। এবার পরিষ্কার হলো তিনি এখনই অবসর নিচ্ছেন না। জাদেজা চেন্নাইয়ের তৃতীয় অধিনায়ক। এর আগে ধোনি ছাড়াও সুরেশ রায়না আইপিএলে দলটিকে নেতৃত্ব দিয়েছেন।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, নিলামের আগে জাদেজার সঙ্গে চুক্তি করে চেন্নাই। এবার তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়।
আইপিএলে ধোনি নেতৃত্ব দিয়েছেন ২০৪ ম্যাচে। জয় ১২১টিতে, হার ৮২ ম্যাচে। চেন্নাই আইপিএলের ফাইনাল খেলেছে নয়বার, চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে ধোনির নেতৃত্বে আইপিএলের শিরোপা জেতে চেন্নাই। তারা রানার্সআপ হয় ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে। ২০০৯ সালে সেমিফাইনালে উঠেছিল দলটি। ২০১৪ সালে প্লে অফে উঠলেও ফাইনালে যেতে পারেনি। ২০২০ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, গত বছর চ্যাম্পিয়ন হয় দলটি।