এবার আম্পায়ারিং নিয়ে ক্ষোভ কুমিল্লার কোচের
বিতর্ক থেকে যেন নিস্তারই পাচ্ছে না এবারের বিপিএল। ঢাকা পর্ব শেষ হয়ে চট্টগ্রামে এসেও সঙ্গী সেই বিতর্ক। মাঠের বাইরের গল্প ছাপিয়ে এখন খলনায়ক আম্পায়াররা। রিভিউ নেই শুরু থেকে, রাখা হয়েছে এডিআরএস। সেটিই উস্কে দিল বিতর্কের নতুন অধ্যায়।
আম্পায়ারদের সিদ্ধান্তে স্বচ্ছতার ঘাটতি দলগুলোর চিন্তা বাড়িয়ে দিচ্ছে। ভুল আম্পায়ারিংয়ের সর্বশেষ বলি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ফরচুন বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা। কুমিল্লার ইনিংসের ১৪তম ওভারে ইফতেখার আহমেদের লেগ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারিতে এলবিডব্লিউ আউট দেওয়া হয় জাকের আলিকে। আত্মবিশ্বাসী জাকের রিভিউ নেন তখনই।
টিভি রিপ্লেতে দেখা যাচ্ছিল বলের অর্ধেকের কম অংশ স্টাম্প লাইনে আছে। ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসছিল, সিদ্ধান্ত বদলে যাওয়ার সম্ভাবনার কথা। অথচ মাঠের আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনঢ় থাকেন। আউট ঘোষণা করেন জাকেরকে। যা হতভম্ব করে দিয়েছে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।
আগের দিন অর্ধশতক হাঁকানো জাকেরের আউটটি বদলে দেয় ম্যাচেরই গতিপথ। তিনি ক্রিজে থাকলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারতো। কারণ, মাত্র ১২ রানে জয় পেয়েছে বরিশাল। শুরুতে এডিআরএসের বিষয় এড়িয়ে যেতে চাইলেও পরে কুমিল্লা কোচ নিজের হতাশা ও ক্ষোভ ঝাড়েন।
সেই সিদ্ধান্ত ও আম্পায়ারিং প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, 'আমি মনে করি এমন এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। আম্পায়ার যে সিদ্ধান্ত দেবেন, ওটাই বহাল থাকুক। এটা একেবারে লেগ স্টাম্পের বাইরের বল। প্রথম ম্যাচেও আম্পায়ারদের সিদ্ধান্ত ভুল হয়েছিল। আজকে আবার। প্রতিবাদ করে অবশ্য লাভ নেই। আমাদের হাত পা বাঁধা।'