এবার চ্যাম্পিয়ন্স লিগেও নেইমারকে নিয়ে শঙ্কা
চোটের কারণে একের পর এক ম্যাচ থেকে ছিটকে পড়ছেন ব্রাজিল তারকা নেইমার। জন্মদিনের আগে পাওয়া চোটে এরই মধ্যে পিএসজির হয়ে কয়েকটি ম্যাচ মিস করেছেন তিনি। আগামীকাল শনিবার লিগ ওয়ানের ম্যাচেও পাওয়া যাচ্ছে না বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে।
তবে নতুন শঙ্কা হলো চ্যাম্পিয়ন্স লিগেও নেইমারকে পাওয়া নিয়ে। শঙ্কার বিষয়টি মোটেই উড়িয়ে দিচ্ছেন না পিএসজি কোচ টসাম তুখেল।
গত ১ ফেব্রুয়ারি মন্টেপিলিয়েরের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার। এরপর একে একে খেলা হয়নি নান্টেসও লিওঁর বিপক্ষে। সবশেষ গত বুধবার কোপা ডে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে দিজোঁর বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচেও ছিলেন না ২৮ বছর বয়সী তারকা।
এবার তো আরো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পিএসজি। আগামী বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ফরাসি ক্লাবটি। সেই ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে প্রশ্ন তুললে ফরাসি কোচ টমাস তুখেল কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তিনি বলেছেন, ‘আমি বলতে পারছি না বরুশিয়ার বিপক্ষে সে শতভাগ ফিট থাকতে পারবে কিনা। তাঁকে নিয়ে শুক্রবার আমরা বসব। তার পরেই সিদ্ধান্ত নেব। তবে সময় যা আছে, তাতে তাকে নিয়ে ঝুঁকি নিতে পারি না।’
আগামীকাল শনিবারের ম্যাচেও নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না ফরাসি কোচ। তিনি বলেন, ‘আমিয়েঁরের বিপক্ষে ওকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না, এটা পরিষ্কার।’
আর চ্যাম্পিয়নস লিগ নিয়ে তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী দলটিই প্রস্তুত থাকবে, তবে কোনো সংশয় থাকলে নেইমারকে নিয়ে ঝুঁকি নেব না।’