এবার বড় ক্ষতির মুখে বিসিসিআই
কদিন আগেই এক মামলায় ৮৫০ কোটি রুপি জিতেছিল বিসিসিআই। ঠিক অল্প কিছুদিন পর বড় ধাক্কা খেল তারা। ডেকান চার্জার্সকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির মালিক কোম্পানি ডেকান ক্রনিক্যাল হোল্ডিংসকে (ডিসিএইচএল) চার হাজার ৮০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে বিসিসিআইকে।
আইপিএল নিয়ে গতকাল শুক্রবার আলোচনায় বসেছিল বিসিসিআই। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও ২০১২ সালের এক মামলায় ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সামনে আসে।
২০১২ সালে ডেকানকে অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল হায়দরাবাদভিত্তিক মিডিয়া গ্রুপ ডিসিএইচএল। আট বছর পর গতকাল সেই মামলার রায় হয়।
২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান। এরপর খেলোয়াড়দের বেতন ঠিকমতো না দেওয়াসহ নানা অভিযোগ ওঠে দলটির বিপক্ষে। শেষ পর্যন্ত ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিটিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করে ডেকান। এত দিন পর মামলার রায় এসেছে। তবে এ রায়ের বিরুদ্ধে বিসিসিআই ফের আদালতে যাবে বলে শোনা যাচ্ছে।
সে সময় ডেকানকে বাদ দেওয়ার পর হায়দরাবাদ থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আহ্বান জানায় বিসিসিআই। পরে সান টিভি নেটওয়ার্কের সঙ্গে চুক্তি হয়। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিটি তারাই চালাচ্ছে।
এ ব্যাপারে বিসিসিআইয়ের অন্তর্বর্তী প্রধান নির্বাহী হেমাঙ্গ আমিন ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসকে জানান, রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।