এবার মাঠে ফিরলেন তামিম-মুস্তাফিজরা

Looks like you've blocked notifications!
ফেরার ম্যাচে আগে ব্যাটিংয়ে তামিম একাদশ। ছবি : বিসিবি

একদিন আগেই বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরেছেন লিটন, মাহমুদউল্লাহ, ইমরুল, মুমিনুলরা। অপেক্ষায় ছিলেন তামিম ইকবাল-মুস্তাফিজরা। আজ মঙ্গলবার তাঁদের অপেক্ষারও অবসান হলো। মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে বাইশ গজে ফিরেছেন তামিম-মুস্তাফিজ-সাইফউদ্দিনরা। দীর্ঘ সাত মাস পর ক্রিকেটে ফিরলেন তাঁরা।

বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচ আজ। মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে তামিম একাদশ। ফেরার ম্যাচে আরেক তামিমের (তানজিদ হাসান তামিম) সঙ্গে ওপেন করতে নেমেছেন ওয়ানডে অধিনায়ক। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ম্যাচটির লাইভ স্ট্রিম করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টে প্রতি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ২৩ অক্টোবর হবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। টুর্নামেন্টের ফাইনাল সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে। এ ছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারা বিবরণী পাওয়া যাবে।

ম্যাচটি মাহমুদউল্লাহ একাদশের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, নিজেদের প্রথম ম্যাচে নাজমুল একাদশের কাছে হেরেছে মাহমুদউল্লাহর দল। তাই আজকে হারলে তাঁদের জন্য টুর্নামেন্টের সমীকরণ কঠিন হয়ে পড়বে।

তামিম একাদশ স্কোয়াড 

তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ড বাই : শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান রানা

মাহমুদউল্লাহ একাদশ স্কোয়াড 

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, আবু হায়দার, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ড বাই : সানজামুল ইসলাম, হাসান মুরাদ।