এবার মারজানের হাত ধরে বাংলাদেশের তৃতীয় স্বর্ণ
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) চলমান আসরে কারাতে থেকে আরেকটি স্বর্ণ জিতল বাংলাদেশ। আল আমিনের পর কারাতের ইভেন্টে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন মারজান আক্তার প্রিয়া। এর আগে সকালে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণ জিতেছিলেন আল আমিন।
নারী এককের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন মারজান। স্বর্ণ জয়ের মঞ্চে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন তিনি। এর আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীর বিপক্ষে ২-১ পয়েন্টের ব্যবধানে জয় পান বাংলাদেশের এই প্রতিযোগী।
অন্যদিকে আজ সকালে কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতে নিয়েছেন আল আমিন।
ফাইনালে পাকিস্তানের প্রতিযোগী জাফরের বিপক্ষে ৭-৩ পয়েন্টে জিতেছেন আল আমিন। এর আগে সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষকে ৭-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ।
সোনা ছাড়াও আজ দিনের শুরুতে কারাতে থেকে রৌপ্যপদকও জিতেছেন বাংলাদেশের প্রতিযোগী।
কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জয়ের গৌরব অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আরেক ক্রীড়াবিদ ফেরদৌস।
এর আগে গতকাল সোমবার তায়কোয়ান্দোয় ছেলেদের ইভেন্ট পুমসে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দেন দিপু চাকমা।