এবার লড়াই সীমিত ওভারের ক্রিকেটে

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। মুমিনুলরা জিতেছে ২২০ রানের বড় ব্যবধানে। এবার সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নামবে দুই দল।

আগামী শুরুবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

গতকাল রোববার টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে অলআউট হলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়। বিদায়ী টেস্টে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি দিয়েই ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরলেন মাহমুদউল্লাহ। প্রায় দেড় বছর পর ফিরে খেলেন ১৫০ রানের অসাধারণ ইনিংস। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৫০তম ম্যাচ। টেস্ট ম্যাচের হাফসেঞ্চুরি করেই ইতি টেনে দিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

দেশের বাইরে রানের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এ জয়ে প্রথমবার জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। এ ছাড়া আগের ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজও নিয়েছেন চারটি উইকেট। সাকিব পেয়েছেন একটি উইকেট।