এবার শ্রীলঙ্কার কাছে হারলেন রাজ্জাক-সুজনরা  

Looks like you've blocked notifications!
আরেকটি ম্যাচে হারল বাংলাদেশের সাবেকরা। ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচে ভারত ও ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ লেজেন্ডস। এবার তৃতীয় ম্যাচেও প্রতিরোধ গড়তে পারেননি তাঁরা। উপুল থারাঙ্গার দারুণ ব্যাটিংয়ে টানা তৃতীয় ম্যাচে হারলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটারেরা।

গতকাল বুধবার ভারতের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে বাংলাদেশকে ৪২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা লেজেন্ডস। ব্যাট হাতে ৯৯ রানের অসাধারণ ইনিংস খেলেছেন উপল থারাঙ্গা। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮০ রান করে শ্রীলঙ্কা। ৪৭ বল খেলে ১১টি বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৯৯ রানের ইনিংস খেলেন থারাঙ্গা। এ ছাড়া ৩৩ রান করেন ওপেনার তিলকরত্নে দিলশান।

জবাব দিতে নেমে ভালো শুরুর পরও ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ লেজেন্ডস। প্রথম ম্যাচে ৪৯ রান করা নাজিমউদ্দিন এবার করেন ৪১ বলে ৫৪ রান। ২৭ রান করেন মেহরাব হোসেন অপি। আর ২৮ রানে অপরাজিত ছিলেন খালেদ মাহমুদ সুজন।

শেষ দুই ম্যাচে আগামীকাল শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। এরপর আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা লেজেন্ডস : ২০ ওভারে ১৮০/৬ ( তিলকরত্নে দিলশান ৩৩, সনাৎ জয়াসুরিয়া ৪ (আহত অবসর), উপুল থারাঙ্গা ৯৯*, চামারা সিলভা ২৪, ফারভিজ মাহারুফ ১২, দুলাঞ্জনা বিজেসিংহে ০, রাসেল আর্নল্ড ১, কুলাসেকারা ১; মোহাম্মদ শরীফ ৪-০-৩০-১, আলমগীর কবির ৪-০-৩৬-০, আব্দুর রাজ্জাক ৪-০-২১-০, রাজিন সালেহ ৪-০-৪৮-১, মোহাম্মদ রফিক ৪-০-২৪-১, মুশফিকুর রহমান ১-০-২০-০)।

বাংলাদেশ লেজেন্ডস : ২০ ওভারে ১৩৮/৬ (নাজিমউদ্দিন ৫৪, মেহরাব হোসেন ২৭, হান্নান সরকার ২, মোহাম্মদ রফিক ৪, মুশফিকুর রহমান ৫, খালেদ মাসুদ ২৮*, রাজিন সালেহ ৫, জাভেদ ওমর ২*; নুয়ান কুলাসেকারা ২-০-১৭-০, দাম্মিকা প্রসাদ ৪-০-২২-২, থিলান তুষারা ৪-০-৩২-০, ফারভিজ মাহারুফ ৪-০-১৫-০, তিলকরত্নে দিলশান ৪-০-২১-৩, রাসেল আর্নল্ড ২-০-২৪-১)।

ফল : শ্রীলঙ্কা লেজেন্ডস ৪২ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : উপুল থারাঙ্গা।