এভাবে চলতে পারে না, বার্সার দুঃসময় নিয়ে জাভি
ফুটবলে খুব বাজে সময় পার করছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে তারা। স্প্যানিশ লিগেও অবস্থা হ-য-ব-র-ল। সেরা পাঁচেও নেই কাতালান ক্লাবটি। এমন দুঃসময়ে বার্সার দায়িত্বে নতুন আসা জাভি এরনান্দেসও জানালেন, এভাবে আর চলতে দেওয়া যেতে পারে না। হতাশা কাটিয়ে নতুনভাবে শুরু করার আহ্বান সাবেক এ তারকা ফুটবলারের।
গত বুধবার চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বুধবার। ২০০০-০১ আসরের পর এবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে কাতালানরা। এখন তারা নেমেছে ইউরোপা লিগে। যেটা তারা সবশেষ খেলেছিল ২০০৩-০৪ আসরে।
এমন হতাশাকে সঙ্গে নিয়েই আজ রোববার রাতে লা লিগায় ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। মূল লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘আমাদের পারফরম্যান্সে যা ফুটে উঠছে, দলটি তার চেয়ে বেশি মানসম্পন্ন। আমাদের নতুন করে শুরু করা দরকার। মনে হচ্ছে, (খেলোয়াড়দের মধ্যে) এমন পরিস্থিতি যে, হেরে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। এভাবে চলতে পারে না। দলের প্রতি আমাদের আরও নিবেদিত হতে হবে, চাওয়াটা আরও বেশি হতে হবে, আরও সাহসী হতে হবে, অনেক কাজ করতে হবে। আমাদের অবশ্যই একটি নতুন বার্সা তৈরি করতে হবে।’
বার্সা কোচ আরও বলেন, ‘আমি খুব চিন্তিত। আমাদের সামনে কঠোর পরিশ্রম করা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ছন্দে ফিরে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। বায়ার্নের বিপক্ষে আমি এমন একটি বার্সেলোনা দলকে দেখেছি যারা (মানের দিক থেকে) পিছিয়ে এবং আমাদের তা মেনে নিতে হবে। বার্সার যেখানে থাকা দরকার সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি।’